মোহাম্মদ জুবাইর রাফি //
কক্সবাজার প্রতিনিধি।
চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনের পশ্চিম পার্শ্বে গর্ভবতী মা ও নবজাতকদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘মাতৃত্ব সেবা’ যাত্রা শুরু করেছে। শুক্রবার (১৫ আগস্ট) অত্র প্রতিষ্ঠানের শুভ উদ্ভোদন হয়। এই সেবার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রসবকালীন সহায়তা প্রদান করা হবে।
স্থানীয় নারী স্বাস্থ্যকর্মী তাহমনিা আক্তার ও জান্নাতুল মাওয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই সেবা বাংলাদেশের নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলের স্বীকৃত প্যারামেডিক নার্সরা পরিচালনা করবেন। তারা উভয়েই নিবন্ধিত এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদান করবেন।
‘মাতৃত্ব সেবা’ মূলত এলাকার মা ও শিশুদের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। ফ্রী ম্যালেরিয়া পরীক্ষা, নাক-কান ছেদনসহ নানা স্বাস্থ্যসেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।
বরইতলীর গণ্যমান্য ব্যক্তি আবু ইউসুফ বোরহান বলেন, “এমন একটি সেবা চালু হওয়ায় এলাকায় মা ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবায় অনেক সুবিধা আসবে।”
এক গর্ভবতী মা জানান, “এ ধরনের সেবা আমাদের জন্য খুবই দরকার ছিল। এখন আমরা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারব।