ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 197958 জন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া  নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ছবির ক্যাপশন: ১

হারুন, স্টাফ ক্রাইম রিপোর্টার :// বাজারে ছাড়ার আগে তিনটি নতুন নোটের নকশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক, যেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই।


বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোটের নকশার ছবি প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ১ জুন থেকেই বাজারে এ নতুন নোটগুলো ছাড়া হবে।


এসব নোটের সঙ্গে বর্তমানে বাজারে ২০, ৫০ ও ১০০০ টাকার যেসব নোট আছে তা আগের মতোই চালু থাকবে।


বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


নতুন নকশার ১০০০ টাকার নোটের এক পিঠে জাতীয় সংসদ ভবন, অপর পিঠে জাতীয় স্মৃতি সৌধের ছবি রাখা হয়েছে। ৫০ টাকার নতুন নোটের নকশা করা হয়েছে এক পিঠে আহসান মঞ্জিল ও অপর পিঠে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’ এর ছবি দিয়ে। ২০ টাকার নতুন নোট সাজানো হয়েছে দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি রেখে।


তিনটি নতুন নোটে গর্ভনর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এ তিনটি নতুন নকশার নোট ছাড়াও ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকার নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।”


তার আগে বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার নাগাদ নতুন নোট পাওয়া যাবে।


২৪ মে গভর্নর আহসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন, কোনো ব্যক্তির ছবি বাদ দিয়ে ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে আসছে।


বছরের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট আগামী এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসতে পারে বলে আভাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।


রমজানের শুরুতে বাংলাদেশ ব্যাংকের তরফে জানিয়েছিল ঈদকে সামনে রেখে ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। আগের নকশার সেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষরই থাকবে। আর বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট বাজারে আসবে এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে।


তবে নির্ধারিত দিনে নতুন টাকার নোট ছাড়ার কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয় বঙ্গবন্ধুর ছবি দেওয়া নোট ঈদের আগে ছাড়া হবে না। কোরবানি ঈদের আগে নতুন নকশার টাকা ছাড়া হবে।


তবে সে সময় কেন নতুন টাকার নোট ছাড়া হয়নি সে ব্যাখ্যা বাংলাদেশ ব্যাংক দেয়নি।


সে সময় মুখপাত্র খোলাসা করে না বললেও গুঞ্জন রয়েছে, শেখ মুজিবের ছবিওয়ালা নোট নিয়ে আপত্তি থাকায় রোজার ঈদে আর আগের নকশার নতুন নোট বাজারে ছাড়া হয়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন