ঢাকা | বঙ্গাব্দ

ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের

  • আপলোড তারিখঃ 17-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 359831 জন
ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের ছবির ক্যাপশন: ১

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সরিয়ে পরিচালকের দায়িত্ব দিয়ে পাবনা মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে আলোচিত-সমালোচিত অধ্যাপক ডা. হেলাল উদ্দিনকে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি  সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। একইসঙ্গে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাফকাত ওয়াহিদকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-১ শাখায় ন্যস্ত করা হলো।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন