ঢাকা | বঙ্গাব্দ

অপরাধী ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

  • আপলোড তারিখঃ 15-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 318082 জন
অপরাধী  ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয়, ক্রাইম রিপোর্টার ://

বগুড়া জেলায় আসামি ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড় কুমিরায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. মানিকুজ্জামান। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 জানা গেছে, আজ সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেপ্তার করতে যান পুলিশের ওই দুই সদস্য। এ নিশান তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন