ঢাকা | বঙ্গাব্দ

কান চলচ্চিত্র উৎসব, প্রথম সপ্তাহে যা হলো

  • আপলোড তারিখঃ 20-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 333110 জন
কান চলচ্চিত্র উৎসব, প্রথম সপ্তাহে যা হলো ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

ফ্রান্সে চলছে বিশ্বের সবচেয়ে পুরাতন চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’।এ বছরের উৎসবে বরাবরের মতোই ঝলমলে গ্ল্যামার থাকলেও রাজনৈতিক প্রসঙ্গও ব্যাপকভাবে এসেছে। বড় অংশজুড়ে ছিল গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞ।  

উৎসব শেষ হবে ২৪ মে, সেদিন সেরা চলচ্চিত্রের জন্য মর্যাদাপূর্ণ পাম দ’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

 রেড কার্পেটের পোশাক বিধি

হলিউড তারকা হ্যালি বেরি উৎসবের পোশাকবিধির সবচেয়ে হাই প্রোফাইল ‘ভিকটিম’। এই বিধিতে অতিরিক্ত বড় পোশাক এবং ‘পুরোপুরি নগ্নতা’র নিষেধাজ্ঞা রয়েছে। এবার জুরির সদস্য ও ‘মনস্টার’স বল চলচ্চিত্রের এই তারকা উদ্বোধনী রাতে গৌরব গুপ্ত নামক ভারতীয় ডিজাইনারের তৈরি পোশাকটিকে ‘অতিরিক্ত দীর্ঘ’ মনে করায় শেষ মুহূর্তে তা বদলাতে বাধ্য হন।

অন্য অনেকে এই বিধি লঙ্ঘন করেছেন বলে মনে হয়েছে, যেমন জার্মান মডেল হাইডি ক্লুম কমপক্ষে ৩ মিটার (১০ ফুট) লম্বা ট্রেনসহ ফ্রিলি গোলাপি গাউন পরে উপস্থিত হন।

নতুন #মিটু নীতিমালা

বছরের পর বছর ধরে চলচ্চিত্রজগতের কেলেঙ্কারি আর নীতিগত চাপের পর, উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, একটি প্রখ্যাত ফরাসি চলচ্চিত্রের এক অভিনেতাকে ধর্ষণের অভিযোগের কারণে রেড কার্পেট থেকে নিষিদ্ধ করা হয়।

‘ডসিয়ের ১৩৭’ চলচ্চিত্রে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় থাকা থেও নাভারো-মুসি প্রথম ব্যক্তি হিসেবে নতুন এই নীতিমালার আওতায় পড়লেন। তিনি অভিযোগ অস্বীকার করেছেন, এবং প্রাথমিক পুলিশ তদন্ত গত মাসে কোনো অভিযোগ ছাড়াই বন্ধ হয়ে গেছে।

টম ক্রুজ শো

টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং নিয়ে ব্যাপক হাইপের মধ্যে কান-এ পা রাখেন, যদিও ছবিটি বুধবার প্রিমিয়ারে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি জানিয়েছেন, নিজের স্টান্ট নিজেই করা ক্রুজ দক্ষিণ আফ্রিকার শুটিংয়ে এমন এক ঝুঁকি নিয়েছিলেন, যাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারত।

ক্রুজ একাই একটি স্টান্ট বাইপ্লেন চালিয়ে তার ডানায় উঠে দাঁড়ান। এতে তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে অচেতন হওয়ার মতো অবস্থা তৈরি হয়। মার্কিন পরিচালক বলেন,‘তিনি বিমানের ডানায় শুয়ে ছিলেন। তার দুই হাত ডানার সামনের দিক দিয়ে ঝুলছিল। আমরা বুঝতে পারছিলাম না তিনি সচেতন আছেন কি না।’ 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন