ঢাকা | বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 10-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 310780 জন
সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয়, ক্রাইম রিপোর্টার://

কুমিল্লা নগরীতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।



সোমবার (৯ জুন) রাতে নগরীর টমছম ব্রিজ সংলগ্ন গোবিন্দপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল তাকে গ্রেপ্তার করে।


সাজ্জাদ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, কিছুদিন পূর্বে কারাগার থেকে জামিনে মুক্তি পায় সাজ্জাদ। কারাগার থেকে বেরিয়েই আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। সোমবার রাতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।


এ সময় তার কাছ থেকে চারটি রামদা, দুটি ছুরি, গ্রিল কাটার কাঁচি, পাঁচটি সিজার উদ্ধার করা হয়। পরবর্তীতে সাজ্জাদকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।


এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি টহল টিম সাজ্জাদকে আটক করে রাতে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করেছে। সাজ্জাদ কয়েকদিন আগেই একটি মামলায় কারাভোগ শেষে জেল থেকে ছাড়া পেয়েছিল। তিনি জেল থেকে ছাড়া পেয়েই ফের অপরাধে জড়িয়ে পড়ে। 



তিনি বলেন, সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। নতুন করে একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।






কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন