ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 211921 জন
বান্দরবানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার ছবির ক্যাপশন: ১



আফজাল হোসেন জয় // বান্দরবান প্রতিনিধি।

 

বান্দরবানের লামা উপজেলা আজিজ নগরে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে।


রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আজিজ নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি জানাজানি হয় ২৫ আগস্ট সন্ধ্যার দিকে।


এ ঘটনায় ধর্ষণে অভিযুক্ত মো. ইমরান কে আটক করেছে লামা থানার আজিজ নগর পুলিশ ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত ইমরান একই এলাকার নুর আহম্মদ বাসির ছেলে। 


স্থানীয় সুত্রে জানা যায়, ২৪ আগস্ট ভিকটিমের বাবা কাজের সুবাদে ঘরের বাইরে ছিলেন এবং মা ভিকটিমের বড় বোনের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। এই সুযোগে বিকেল সাড়ে ৫ টার দিকে ভিকটিম কে ঘরে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে। 


এদিন ঘরে কেউ না থাকায় ভিকটিম কাউকে কিছু বলতে পারেনি। পরেরদিন ২৫ আগস্ট বিকেলে ভিকটিম পার্শ্ববর্তী এক মামিকে বিষয়টি জানালে ঘটনাটি আস্তে আস্তে জানাজানি হয়। পরে এলাকাবাসী এবং স্থানীয় মেম্বার মিলে অভিযুক্ত কে আটক করে পুলিশে সোপর্দ করে।


স্থানীয় মেম্বার মো. আবুল হাসেম জানান, ধর্ষণের বিষয়টি সন্ধ্যায় জানতে পারি এবং এলাকাবাসীদের নিয়ে অভিযুক্ত ইমরান কে আটক করে পৃুলিশে দিয়েছি।


আজিজ নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ বলেন, আসামীকে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ভিকটিম ও ভিকটিমের পরিবার সহ আসামীকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।


লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে চেকাপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে সোপর্দ করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন