সিনিয়র রিপোর্টার, ফয়সাল আহমেদ :
বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন নগরী কক্সবাজারে অতিরিক্ত ডিআইজি (টুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ। অতিরিক্ত ডিআইজি পদে বহাল হওয়ার পর থেকেই পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারে। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "কক্সবাজারে পর্যটকের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে। এ সময়ে ভ্রমণপিপাসু মানুষ কক্সবাজারের সমুদ্রে তার পরিজন নিয়ে বেরাতে আসে। তার ওপর বড়দিন এবং ইংরেজি বর্ষপূর্তির দিনটি উদযাপন করতে পর্যটকের আনাগোনা বেরে যায়।সাথে সাথে অপরাধ বেড়ে যাবার সম্ভাবনা থাকে। এ কারণে টুরিস্ট পুলিশ যথেষ্ট সজাগ ভূমিকা পালন করবে। কক্সবাজারে কোন টুরিস্ট যাতে দালালের খপ্পরে না পড়ে টুরিস্ট পুলিশ সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবে। সাথে সাথে আবাসিক হোটেল গুলোতে যাতে অপরাধমূলক কোনো কাজ সংঘটিত হতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি করবে।সাগর পাড়ে দালালের প্রভাব যেন না পড়তে পারে সেদিকে বিশেষভাবে নজরদারি করার জন্য পুরো এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে।সাগর পাড়ের ফটোগ্রাফার, ঘোড়া চালক,সহ দোকানদারদের বলা হয়েছে তারা যেন অতিরিক্ত দাম না নেয়। সাথে সাথে তাদের আরো হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে যদি পর্যটকেরা তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করে তাহলে পুলিশ সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সর্বোপরি পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের সুরক্ষা নিশ্চিতের ব্যবস্থা করেছে কক্সবাজার টুরিস্ট পুলিশ পবিত্র ঈদুল ফিতর আয়োজন উপলক্ষে অদ্য ইং ০১/০৪/২০২৫ খ্রিঃ আপেল মাহমুদ অতিরিক্ত ডিআইজি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন পর্যটকদের নিরাপত্তায় বীচ ভিত্তিক ডিউটি তদারকি সহ ট্রাফিক,ঘোড়া চালক, ফটোগ্রাফার ও লকার ব্যবস্থাপনা মনিটরিং করেন।