ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই সরকার নির্বাচনের দিকে এগোবে।

  • আপলোড তারিখঃ 23-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 586228 জন
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই সরকার নির্বাচনের দিকে এগোবে। ছবির ক্যাপশন: ১

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ফাইল ছবি  

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই সরকার নির্বাচনের দিকে এগোবে বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার কোনো দলের কাছে নয়, জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ। তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক, সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার।’

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ ইসলাম বলেন,‘ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে, আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। তাদের কেবল বিচারের কাঠগড়াতেই উঠতে হবে না, ক্ষমা চাইতে হবে জনগণের কাছে।’

গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে- এমন সব আইন পর্যালোচনা করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন,‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। অর্থনৈতিক-রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করবো আমরা, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এ দেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে।’

অন্তর্বর্তী সরকার একের পর এক দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে- এ বিষয়ে নাহিদ বলেন, ‘কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয়। এসব দাবির আড়ালে ষড়যন্ত্রও থাকতে পারে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন