ঢাকা | বঙ্গাব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে বিপুল মাদক, পরিদর্শক ওএসডি

  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 282032 জন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে বিপুল মাদক, পরিদর্শক ওএসডি ছবির ক্যাপশন: ১

নজরুলইসলাম ://

নানা অনিয়মের অভিযোগে ওএসডি করা হয়েছে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দকে। গতকাল তাকে ওএসডি করে ঢাকা অফিসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ জব্দ করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা হয়, চোলাই মদ ৪০.৫ লিটার, বিদেশি মদ ৩ লিটার, দেশীয় অস্ত্র ১৪টি, বিদেশি মদের খালি বোতল ২৬টি, ফেনসিডিলের খালি বোতল ১৫৫টি, ফেনসিডিল ৮ বোতল, টাপেন্ডাভল ট্যাবলেট ১২ পাতা, হেরোইনের পুরিয়া ১৮টি, ইয়াবা ট্যাবলেট ৮৫ প্যাকেট (প্রায় ৩৫০ পিস+ ৫০টি), প্যাথেডিন ৮ ডোজ অ্যাম্পুল, ব্রুপেনের ফাইন ইনজেকশন ৯৩টি, গাঁজা ২৫০ গ্রাম ও ৬৪ পুরিয়া, আলোয়া পাতা ২৫০ গ্রাম, কালো রঙের তরল ৫০০ মিলি, সিরিঞ্জ ৫টি, মোবাইল ১০টি, নগদ অর্থ ১০০০ টাকার নোট ১টি, ৫০০ টাকার নোট ২টি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, জব্দকৃত কিছু মাদক মামলার এজাহারভুক্ত। তবে তিনি সেগুলোরও কোনো নির্দিষ্ট কাগজ দেখাতে পারেননি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, মাদকদ্রব্য অফিস থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এরইমধ্যে পরিদর্শক ফরহাদ আকন্দকে ওএসডি করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট বক্স
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ