আফজাল হোসেন জয়
বান্দরবান প্রতিনিধি।
পার্বত্য বান্দরবানের লামায় ৭০ বছরের বৃদ্ধ এক কৃষকের ২০শতক জায়গায় রোপিত ১শত ২টি লাউ গাছের গোড়া উপড়ে ফেলে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ কারণে সর্বশান্ত হয়ে গেছে বৃদ্ধ কৃষক বাদশা। সাধের লাউ নিয়ে আর স্বপ্ন দেখা হলো না বৃদ্ধ কৃষকের। চারা গাছ ছোট থেকে বড় হয়ে ফল আশা শুরুও হয়েছে কিন্তু গাছ গুলো কারা যেন রাতের আধারে কেটে ফেলেছে। বর্গা নিয়ে চাষ করা জমির সকল লাউ গাছে ফলন ধরেছে বেশ। দু'এক দিনের মধ্যে লাউ বাজারজাত করার আগেই মাটি থেকে গোড়া উপড়ে আবার কিছু গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে (২০ সেপ্টেম্বর) রোজ শনিবার দিবাগত রাতের যেকোনো এক সময়। বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টিয়ার ঝিরি গ্রামে এই ঘটনা ঘটে। অথচ বৃদ্ধ কৃষক আগের দিন সন্ধ্যা বেলায় সকলকে লাউ এর ডগা দেখেই ফিরে ছিলেন ঘরে কিন্তু সকালে এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাদশা মিয়া।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৭০ বছর বয়সি বৃদ্ধ কৃষক বাদশার ২০ শতক লাউ ক্ষেতের ১শত ২টি গাছের প্রতিটি ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি করার স্বপ্ন ছিল তার কিন্তু শনি বার সকালে ক্ষেতে গিয়ে দেখেন মাচার গাছ গুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলেন রোদের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে গাছের গোড়া উপড়ে ফেলার দৃশ্য দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাদশা।
বৃদ্ধ কৃষক বাদশাহ সাথে কথা বলে জানা যায়, লাউ চাষে খরচ হয়েছে অনেক টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো দ্বিগুণ। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি এখন দিশেহারা। আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে এমন কারো শত্রুতাও নেই। কারা এভাবে আমার ২০শতক জায়গায় লাউ গাছের গোড়া কেটে ও উপড়ে ফেললো!
এ বিষয়ে লামা উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলেন, রুপসী পাড়ায় জমির লাউ গাছ উপড়ে ফেলার ঘটনায় উপ-সহকারী কৃষি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি, খোঁজ খবর নিচ্ছি।
বিষয়টি নিয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লামার রূপসীপাড়ায় ‘লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’