ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে যুবকের পা বিচ্ছিন্ন

  • আপলোড তারিখঃ 08-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 330733 জন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে যুবকের পা বিচ্ছিন্ন ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক://বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও মিয়ানমারের আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. তৈয়ব নামে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলার জারুলিয়াছড়ি বিওপির সীমান্তবর্তী শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহসদ এর ছেলে মো. তৈয়ব (৩৫)।পুলিশ ও স্থানীয়রা জানান, অবৈধভাবে পণ্য পাচারের জন্য নাইক্ষ্যংছড়ি সীমান্তের চোরাই পথ দিয়ে মিয়ানমার সীমান্তের ওপারে যান তৈয়ব নামে এক যুবক। পরে ওপার থেকে গরুসহ বিভিন্ন পণ্য নিয়ে এপারে ফিরে আসার সময় জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬ থেকে ৪৭ সীমান্ত পিলারে শূন্য লাইন এলাকায় পৌঁছালে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইনে বিস্ফোরণ হয়। এ সময় মাইন বিস্ফোরণে তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, মিয়ানমারের সীমান্তের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর শুনেছি। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে।








কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ