ঢাকা | বঙ্গাব্দ

আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে।

  • আপলোড তারিখঃ 01-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 619610 জন
আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে। ছবির ক্যাপশন: ১

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারতের কলকাতার একটি পার্কে আড্ডা দিতে দেখা গেছে।

গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান। মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি। দূর থেকে দেখে চেনার উপায় নেই গত ৫ আগস্টের আগে তারই নির্দেশে সারাদেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চলেছে।

কলকাতার ইকো পার্কে চ্যানেল২৪-এর ক্যামেরায় ধরা পড়েছেন আওয়ামী লীগের আরও কয়েক নেতা। তারা হলেন অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের বড় ছেলে ঢাকা-৭ আসনের সাবেক এমপি সোলায়মান সেলিমসহ আরও কয়েকজন।

প্রতিবেদনে বলা হয়, পার্কে তাদের আড্ডা বেশীক্ষণ স্থায়ী হয়নি। বাংলাদেশিরা সেখানে জড়ো হওয়ায় দ্রুতই সটকে পরেন তারা। ভিডিও করতে বাধা আসে কয়েকজন অপরিচিত মানুষের কাছ থেকে।

আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরতে না পারলেও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন