ঢাকা | বঙ্গাব্দ

পুরনো ঢাকার গেন্ডারিয়া কাঠেরপুল মোড় এলাকায় একটি মালঞ্চ গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে

  • আপলোড তারিখঃ 11-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 70450 জন
পুরনো ঢাকার গেন্ডারিয়া কাঠেরপুল মোড় এলাকায় একটি মালঞ্চ গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ছবির ক্যাপশন: ১

স্টাফ রিপোর্টার :মাসুম ইসলাম রাহাত// রাজধানীর ঢাকার গেন্ডারিয়া কাঠেরপুল মোড় এলাকায় মালঞ্চ বাস কাউন্টারে একটি বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে ।গাড়িটির  নাম্বর হলো( ঢাকা মেট্রো- ব -১৩-১৩২৪) আজ রাত ০৯:১০ মিনিিটতে, এ ঘটনাটি ঘটে। এক মাত্র  আওয়ামী লীগের নেতাকর্মীরা দারা ঘটনা সম্ভব। মনে করেছেন প্রশাসন কর্মকর্তারা,  ও এই ঘটনায় জড়িত যারা  এখনো কোনো প্রকারে আসামী ধরা যায় নেই। এবং  আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরার জন্য অভিযান চালাচ্ছে, সদরঘাট ক্যাম্পের সেনাবাহিনী ও গেন্ডারিয়া থানার পুলিশ এবং  সুত্রাপুর থানা পুলিশসহ অভিযান চালাচ্ছেন বলে  জানা যায়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন