ঢাকা | বঙ্গাব্দ

বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল ।

  • আপলোড তারিখঃ 08-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 601280 জন
বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের ঢল   । ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক:শুক্রবার,০৮ নভেম্বর,২০২৪ ইং। 


বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে র‌্যালি করেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের করা হয়। র‍্যালিকে কেন্দ্র করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো নয়াপল্টন এলাকা।


 বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব-স্ব ব্যনার ফ্যাস্টুন নিয়ে মিছিলে যোগ দেয়।এরমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা হেলাল তালুকদার এর নেতৃত্বে এক বিশাল মিছিল র‍্যালিতে যোগ দেয়। মিছিলে দক্ষিণখান থানা বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেন। 


 শুক্রবারের এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন। দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবার কথা থাকলেও, র‍্যালি শুরু করে বিকেল ৪.৩০ মিনিটে।


শোভাযাত্রার ‘রোডম্যাপ’ অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়,কাকরাইল মসজিদ,মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যায় ; সেখান থেকে হোটেল XDইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন