ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের কাছে যেসব দাবি রাজনৈতিক দলগুলোর

  • আপলোড তারিখঃ 12-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 595011 জন
অন্তর্বর্তী সরকারের কাছে যেসব দাবি রাজনৈতিক দলগুলোর ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বাধীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর গঠিত ‘অন্তর্বর্তীকালীন সরকার’ আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখার সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করছিলেন বিএনপির নেতারা।এর আগে সোমবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপকালে কয়েকটি বিষয়ে আভাস পাওয়া গেছে। বিকাল ৩টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, বিএনপিসহ আরও ৪টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা।বিএনপির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, দলের পক্ষ থেকে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, দেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে পরামর্শ দেবেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের মতামত তুলে ধরবেন।

স্থায়ী কমিটির একজন নেতার ভাষ্য, বিএনপি অন্তত এক বছর সময় দিতে চায় নতুন সরকারকে। ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি করলেও আদতে এক বছর সময় মেনে নেবে বিএনপি।

যদিও আরেক নেতার দাবি, মুখে কম সময় বললেও অন্তত ২ বছর সময় মেনে নেবে বিএনপি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নিচ্ছেন।সোমবার বিকাল সাড়ে তিনটার আগেই যমুনায় আসতে শুরু করেন বিএনপি নেতারা। সরেজমিন দেখা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান যমুনায় প্রবেশ করেছেন।

এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মনজু বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যায় ৬টায় চারটি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দলগুলো হচ্ছে—এবি পার্টি,  ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ (একাংশ)।

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন ইস্যুতে বিএনপি তাড়াহুড়ো করবে না। শীর্ষ নেতৃত্ব অবিলম্বে নির্বাচন চাইলেও খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সিনিয়র নেতাদের সব মামলা উচ্চ আদালতে বিচারাধীন। সেসব বিষয় আইনি পথে সমাধান করে ফিরতে হবে। শুধু রাষ্ট্রপতির আদেশকে সামনে রেখে চিন্তা করলেও আগামী দিনের রাজনীতিতে বিরূপ প্রভাব পড়বে।’

সোমবার একটি দলের সাধারণ সম্পাদক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে কয়েকটি দাবি তুলে ধরবো। এর মধ্যে অন্যতম যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন যেন না পেছানো হয়। এতে এই সরকারের গ্রহণযোগ্যতা হ্রাস পাবে।’

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে সিপিবি ও বাসদ। বামজোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসদ ও সিপিবিকে সন্ধ্যায় সাড়ে ৭টায় আমন্ত্রণ জানানো হয়েছে। কী কারণে আমাদের ডেকেছে আমরা আগে শুনি, তারপর বলতে পারবো কী প্রস্তাব দেবো।’

‘তবে ইতোমধ্যে বামজোট ও প্রগতিশীল দলগুলো একটি অবস্থান ব্যক্ত করেছে উল্লেখ  করে ফিরোজ বলেন, ‘আমরা ছাত্রজনতার বৈষম্যবিরোধী বাংলাদেশ চাই। তারা যে আহ্বানে এই পরিবর্তন এনেছে, সেই বৈষম্যের অবসান চাই। গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদী শাসন চলেছে, তা যেন ফিরে না আসে, সে ব্যবস্থা করতে হবে।’

‘তিন মাস, দুই মাস বা সাড়ে তিন মাসে তো সংস্কার আসবে না’ জানিয়ে বজলুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। প্রশাসনের সর্বস্তরে দলীয় লোকজন, এগুলো ঠিক করতে হবে। সময় লাগবে। আমরা সময় জানতে চাইবো।সন্ধ্যা পৌনে ৭টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যোগ দেবেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা এতে অংশ নেবেন।

মঞ্চের নেতা সাইফুল হক বলেন, ‘আমরা প্রতিটি দল থেকে দুজন করে যাবো। আজ বিকাল পাঁচটায় আমাদের বৈঠক আছে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে।’

মঞ্চের একজন নেতা বলেন, ‘আজকে আমার সৌজন্যমূলক কথা বলবো। সময় নিয়ে এখনই চাপ দিতে চাই না। পরিস্থিতি আরও স্পষ্ট হলে রাজনৈতিক অবস্থান ব্যক্ত করবে গণতন্ত্র মঞ্চ।’

সোমবার বিকাল ৫টায় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ