ঢাকা | বঙ্গাব্দ

শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেঅভিযোগ দায়ের করেছে বিএনপি।

  • আপলোড তারিখঃ 13-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 447096 জন
শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেঅভিযোগ দায়ের করেছে বিএনপি। ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর :/জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেঅভিযোগ দায়ের করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সকালে মামলা এবং  তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ও অভিযোগ দাখিল করেন।

অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। তালিকাসহ অডিও-ভিডিও এবং  ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি।উল্লেখ্য, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে নেতাকর্মীরা। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার ও ন্যায়বিচার দাবি করেন।

এর আগে, গত ৯ জানুয়ারি বিএনপি ২০০৮ সালের ৫ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৫ আগস্ট পর্যন্ত দলটির ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার এবং ১৫৩ জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক আবেদন দাখিল করেছিল। সেই অভিযোগেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ