ঢাকা | বঙ্গাব্দ

স্মার্ট কার্ড বিতরণ হলেও সার্ভারে আপডেট হয়নি বায়োমেট্রিক ডাটা, ভোগান্তিতে ভোটাররা

  • আপলোড তারিখঃ 24-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 116000 জন
স্মার্ট কার্ড বিতরণ হলেও সার্ভারে আপডেট হয়নি বায়োমেট্রিক ডাটা, ভোগান্তিতে ভোটাররা ছবির ক্যাপশন: ১

এম আই হৃদয়,  সিনিয়র  ক্রাইম রিপোর্টার://

মাঠপর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হলেও সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ভোটাররা। সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এই বিষয়টি তুলে ধরেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। 

তিনি বলেন, ‘মাঠপর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হলেও অনেকক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারদের বায়োমেট্রিক ডাটা সার্ভারে আপডেট হয়নি। ফলে ভোটাররা ভোগান্তির শিকার হচ্ছেন।

এরই পরিপ্রেক্ষিতে এই ভোটারদের ডাটা আপডেট করার কার্যক্রম তরান্বিত করার সিদ্ধান্ত হয় সভায়। 

উল্লেখ্য, সবশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি  ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ৬ কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন। আর এখনও এই সেবার বাইরে রয়েছেন ৫ কোটি ২৭ লাখ ৮১১ জন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ মনির

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে রাঙ্গামাটির পুলিশ সুপারের লংগদু ও বাঘাইছড়ি সার্কেল অফিস পরিদর্শন