ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার শেষ জুমায় অংশ নিতে লাখো মুসল্লির ঢল নেমেছে

  • আপলোড তারিখঃ 14-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 490840 জন
বিশ্ব ইজতেমার শেষ জুমায় অংশ নিতে লাখো মুসল্লির ঢল নেমেছে ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://৫৮তম বিশ্ব ইজতেমার শেষ জুমায় অংশ নিতে লাখো মুসল্লির ঢল নেমেছে টঙ্গীর তুরাগ তীরে।

আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে।

এর আগে গতকাল রাতে মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব এবং  ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব ৫৮ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে বিশ্ব ইজতেমা ময়দানে এসে পৌঁছেছেন।

উনাদেরকে পেয়ে ময়দানের অবস্থানরত মুসল্লিরা আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে নিজামুদ্দিন বিশ্ব মারকাজ (সাদ অনুসারীদের)মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, মাওলানা সাদ সাহেবের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজের ইমামতি করবেন।

উল্লেখ্য, আজ শুক্রবার ফজরের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেব (নিজামুদ্দিন)।

এক মুসুল্লির মৃত্যু:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের একজন মুসল্লির মৃত্যু হয়েছে বলে জানান নিজামুদ্দিন বিশ্ব মারকাজের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। মৃত্যুবরণকারী মুসল্লির নাম দিদার তরফদার (৫৫)। তিনি খুলনা জেলার লবণচড়া থানার বাঙাল গলি গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদার ছেলে বলে জানা যায়। তিনি গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন