ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানার গেটে rab১০ এর দুটি গাড়ি ভাঙচুর।

  • আপলোড তারিখঃ 17-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 641357 জন
যাত্রাবাড়ী থানার গেটে rab১০ এর দুটি গাড়ি ভাঙচুর। ছবির ক্যাপশন: এখন সংবাদ ২৪

মোঃ মনির -এমআই হৃদয় //

যাএাবড়ীতে গত বুধবার কোটা সংস্কার দাবি আদায়ের চেষ্টা  রাস্তা বন্ধ করে গাড়ী ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে  ছাএরা পুলিশের সাথে ধাওয়া  পাল্টা পাল্টি সংঘর্ষ চালিয়েছে  দিনে থেকে রাত বারোটা পর্যন্ত।  প্রত্যক্ষদর্শীর বরাত  দিয়ে জানা  যায় যে যাএাবাড়ী থানার গেইটে দাড়িয়ে  থাকা  rab ১০ এর  দূইটি গাড়ী ৭:৪৫ মিনিটে   ভেঙ্গে পালিয়ে যায়। এবং কুতবখালী কাজলা পাড় টোল প্লাজার সামনে একটি মোটর সাইকেলে  সন্ধ্যা ৬:৩০মিনিটে  আগুন লাগিয়ে জালিয়ে ফেলা হয় এত করে  সারাদিন পরিবহনের গাড়ী রাস্তায় চলতে পারেনি। এবং  যাত্রাবাড়ীর চৌরাস্তায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আতঙ্ক বিরাজ করে। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন