রিপোর্টার মোঃইউনুস// রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে অটোরিকশা চালকের কাছ থেকে ১ টি পিস্তল উদ্ধার, আজ সোমবার বিকেলের সময় ৪:১৫ তারিখ ১০/০৩/২০২৫ ইং ট্রাফিক আর্জেন্ট পুলিশ যাত্রাবাড়ী চৌরাস্তায় শহীদ ফারুক সড়কে ডিউটি অবস্থানরত অটো রিক্সার অবৈধ পার্কিং অভিযানের সময় একটি অটোরিকশা উল্টে করে ফেলে দেওয়ার সময় দেখতে পান ট্রাফিক পুলিশ সহায়তাকারী, একটি রিভেলবার গাড়ী থেকে রাস্তায় জনসম্মুখে পড়ে যায়।ট্রাফিক সহায়তা কারী ওখানে দায়িত্বরত অফিসারদের ঘটনা জানান এরা হলেন,
১/ সিনিয়র সার্জেন্ট আরিফ, ২/সার্জেন্ট মামুন, ৩/সার্জেন্ট আলামিন, ঘটনাস্থলে অস্ত্রটি দেখতে পান এবং অস্ত্রটি ছিল খেলনার, রিক্সার চালক নকল পিস্তলটি কেন বহন করে বেড়াচ্ছেন সেটি অজানা জনম হলের।