ঢাকা | বঙ্গাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকের মালামালে চাপা পড়ে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ 13-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 586338 জন
দাঁড়িয়ে থাকা ট্রাকের মালামালে চাপা পড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন: ১

ফেনীর দাগনভূঞায় সড়কে দাঁড়িয়ে থাকা বিকল হওয়া ট্রাকের মালামালে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মাতুভূঞা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রুমা আক্তার (৩৫)। তিনি উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে ফেনী-নোয়াখালী সড়কের মাতুভূঞা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ট্রাকটিকে হাইড্রোলিক জগের ওপর তুলে মেরামতের কাজ চলছিল। ওই সময় বিকল হওয়া ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রুমা। তখন আকস্মিকভাবে ট্রাকটি হেলে পড়লে মালামালের বস্তা নিচে পড়ে যায়। এতে রুমা বস্তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক বিল্লাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ