ঢাকা | বঙ্গাব্দ

হুথিদের বেশ কয়েক জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস

  • আপলোড তারিখঃ 16-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 415433 জন
হুথিদের বেশ কয়েক জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বেশ কয়েক জন নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে হোয়াইট হাউস। রোববার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী ও লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর তাদের হামলায় ইরানের সমর্থন বন্ধ করতে তেহরানকে নোটিশ দেওয়া হয়েছিল।মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ বলেছেন, শনিবার হামলা মূলত হুথির বেশ কয়েকজন নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে।

‘‘আমরা কেবল অপ্রতিরোধ্য শক্তি দিয়ে তাদের আঘাত করেছি এবং ইরানকে বলেছি, যথেষ্ঠ হয়েছে,’’ ফক্স নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বলেন তিনি। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়ার জন্য ‘‘সব ধরনের বিকল্প টেবিলে রয়েছে’’ বলেও সতর্ক করে দিয়েছেন মার্কিন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।রোববার হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর শনিবার ইয়েমেনে চালানো যুক্তরাষ্ট্রের প্রথম হামলায় ৩১ জন নিহত ও ১০১ জন আহত হয়েছেন।

এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনের বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ করে আসছে তেহরান-সমর্থিত হুথিরা। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গোষ্ঠী বলেছে, গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ এবং ট্যাংকারে হামলা অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে প্রথমবার, উপস্থাপিত হবে ৭০টির বেশি গবেষণাপত্র