ঢাকা | বঙ্গাব্দ

জনগনের অধিকার প্রতিষ্ঠায় ঐকবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে - আমিনুল হক

  • আপলোড তারিখঃ 25-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 359873 জন
জনগনের অধিকার প্রতিষ্ঠায় ঐকবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে  - আমিনুল হক ছবির ক্যাপশন: ১



নিজস্ব প্রতিবেদক:
সব ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,জনগনের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলকে ঐকবদ্ধ থেকে স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) দিনব্যপি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা ১২ নং ওয়ার্ডের ৩ টি স্হানে এবং পল্লবীর জান্নাত একাডেমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে দ্রুত নির্বাচনের আহবান জানিয়ে আমিনুল হক বলেন,জনগনের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। কারন দেশের চলমান অস্থিতিশীলতা একমাত্র জনগণের সরকারই পারবে রক্ষা করতে। নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না।  

এরআগে সকালে বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ্যাব এর পক্ষ থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জুলাই আগষ্টের গণআন্দোলনে আহত ১২২ জন আহতদের দেখতে যান এবং তাদের পরিবারকে ঈদ উপহার পৌঁছে দেন। 


মোঃ জাকির হোসেন 
২৫ মার্চ, মঙ্গলবার ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ