ঢাকা | বঙ্গাব্দ

গ্রেফতারের পর পুলিশি কড়া নিরাপত্তায় বান্দরবানে আনা হয়েছে লক্ষীপদ দাসকে।

  • আপলোড তারিখঃ 26-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 360742 জন
গ্রেফতারের পর পুলিশি কড়া নিরাপত্তায় বান্দরবানে আনা হয়েছে লক্ষীপদ দাসকে। ছবির ক্যাপশন: ১



রিপোর্ট :আফজাল হোসেন জয়://

বান্দরবান।


পুলিশের বিশেষ অভিযানে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য লক্ষীপদ দাস কে ঢাকায় গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বুধ বার (২৬ মার্চ ২৫ইং) সকালে বান্দরবানে আনা হয়েছে।


প্রথমে লক্ষীপদ দাস এর স্বাস্থ্য পরীক্ষার জন্য নেয়া হয় বান্দরবান সদর হাসপাতালে সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা এর আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


গত মঙ্গল বার (২৫ মার্চ ২৫ ইং) ভোরে ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বহুল আলোচিত বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য লক্ষীপদ দাস কে। গ্রেফতারের পর ঐদিন দুপুরে তাকে দূর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নেয়া হয়। পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয়।


আইনশৃঙ্খলা বাহিনী জানান, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতা সহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দূর্ণীতি দমন (দুদক) আইন সহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্নস্থানে।


গত ৫ আগস্ট এর পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতাধর এই নেতা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ