ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে যানজট মুক্ত অভিযান অতিরিক্ত পুলিশ কমিশনার এনাম

  • আপলোড তারিখঃ 28-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 354876 জন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে যানজট মুক্ত অভিযান অতিরিক্ত পুলিশ কমিশনার এনাম ছবির ক্যাপশন: ১

মোঃমনিরহোসেন /এমআই হৃদয় ://ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর চৌরাস্তার মোড়ে যানজট মুক্ত করতে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল আজ শুক্রবার সকালে সময় ৯:৩০ঘটিকায় ২৮/০৩/২০২৫ইং তিনি যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সেরে টিআই মঞ্জুর, সার্জেন্ট মালেক,  সার্জেন্ট জিএস মিজান, ট্রাফিক কনস্টেবলদের নিয়ে অভিযান পরিচালনা করেন।  এবং পরিবহন কাউন্টার মালিকদেরকে সতর্ক করে বলেন নাড়ীর টানে বাড়ী ফেরা মানুষের কোন রকম দুর্ভোগ সৃষ্টি বা   এলাতো পাথারী ভাবে গাড়ী রেখে  যানজট করা চলবে না এবং ড্রাইভারদের কে সাবধান করে তিনি আরও বলেন আপনারা কি রাস্তা কিনে রেখেছেন, অনেকক্ষণ যাবৎ গাড়ী দাড়া করে রেখেছেন রাস্তায় এখনই রেকার করে দেবো। এখন সংবাদ ২৪এর অনুসন্ধানে আরও বেরিয়ে আসে পরিবহনের একজন নাম অজানা,  লোক বলেন আপনারা কেন ভিডিও করেন আর ছবি তোলেন। 





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ