ঢাকা | বঙ্গাব্দ

ফ্যামিলি সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

  • আপলোড তারিখঃ 25-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 353787 জন
ফ্যামিলি সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক:// নাটোরে জেলার  জাকির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার এবং  মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার হালসা গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে আট থেকে নয়জনের একটি মুখোশধারী ডাকাত দল সোনালী ব্যাংক মানিকগঞ্জ শাখার কর্মকর্তা জাকির হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংক কর্মকর্তার বাবা আইয়ুব আলী ও তার মাকে বেঁধে ফেলে। পরে ডাকাত দল একে একে চারটি কক্ষ তছনছ করে। এ সময় ঘরে থাকা প্রায় আট ভরি স্বর্ণালংকার এবং  কয়েকটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এই বিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল আজ সকালে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ আলামত সংগ্রহ করেছে। জড়িত ডাকাতদের শনাক্ত করার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন