ঢাকা | বঙ্গাব্দ

কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত

  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 336925 জন
কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ;//

বাইকের ভালো মাইলেজ পেতে ইঞ্জিন ঠিক রাখা খুবই জরুরি। যদি সময়মতো বাইকের ইঞ্জিন অয়েল না বদলান, তা হলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই নিয়মিত বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত। কিন্তু কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত তা অনেকেই জানেন না।

বাইকের মডেল ও ইঞ্জিনের ধরন অনুযায়ী অয়েল বদলানোর সময়ের তফাত হতে পারে। নতুন বাইকের ক্ষেত্রে প্রথম সার্ভিসে প্রায় ৫০০-৭৫০ কিলোমিটার চলার পর ইঞ্জিন অয়েল বদলানো হয়।

সিনথেটিক অয়েল ব্যবহার করলে আপনি ৫ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল বদলাতে পারেন। তবে বাইক খুব পুরোনো হলে কিন্তু ব্যাপারটা আলাদা হবে।

বাইক যদি পুরোনো হয় তা হলে ২ থেকে ৩ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা উচিত। তাতে পুরোনো বাইক থেকেও আপনি ভালো মাইলেজ পেতে পারেন।

শহরে ট্র্যাফিকের কারণে বারবার ব্রেক কষতে হয়, গিয়ার বদল করতে হয়, ক্লাচ চাপতে হয়। ফলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে। এই কারণে, প্রতি ৩০০০ কিলোমিটার পর ইঞ্জিন অয়েল বদলানো ভালো। হাইওয়েতে বাইক লাগাতার চলে, এতে ইঞ্জিন অয়েল ধীরে ধীরে খারাপ হয়। এই অবস্থায় ৪০০০-৫০০০ কিলোমিটার পর্যন্ত চালিয়ে তার পর অয়েল বদলানো যায়।


বাইকের ম্যানুয়াল অনুযায়ী এবং মেকানিকের পরামর্শ অনুযায়ী অয়েল বদলে নিন। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন দীর্ঘস্থায়ী ও মাইলেজ ভালো থাকে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন