ঢাকা | বঙ্গাব্দ

ইন্ডিয়ান শুটিং এর সেটের সময় কারিশমার সঙ্গে মারামারি নিয়ে যা বললেন রাভিনা

  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 331982 জন
ইন্ডিয়ান শুটিং এর সেটের সময়   কারিশমার সঙ্গে মারামারি নিয়ে যা বললেন রাভিনা ছবির ক্যাপশন: ১

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা টেন্ডন। সম্প্রতি ফারাহ খানের ইউটিউব শো-তে অংশ নেন তিনি। সেখানে তারা পুরনো স্মৃতি চারণার পাশাপাশি রান্নাও করেন। আলোচনার এক ফাঁকে উঠে আসে ১৯৯৪ সালের ছবি ‘আতিশ: ফিল দ্য ফায়ার’-এর শুটিংয়ের সময় কারিশমা কাপুরের সঙ্গে রাভিনার ঝগড়ার প্রসঙ্গ।

ফারাহ খান এর আগে দাবি করেছিলেন যে ‘আতিশ’ ছবির সেটে রাভিনা ও কারিশমার মধ্যে ঝগড়া হয়েছিল। সে সময় তিনি ছবির একটি গানের কোরিওগ্রাফি করছিলেন। ২০০৭ সালে ‘কফি উইথ করণ’-এ উপস্থিত হয়ে করণ জোহরের প্রশ্নের জবাবে ফারাহ বলেছিলেন, ‘দুই অভিনেত্রীকে আমি সবচেয়ে বাজে ঝগড়ায় দেখেছিলাম। তারা হলেন রাভিনা ও কারিশমা। ওরা একে অপরকে উইগ দিয়ে মারছিল।’

তিনি হাসতে হাসতে আরও বলেন, ‘ওরা এমন সব উইগ পরেছিল, যাতে বিনুনি আর মালা লাগানো ছিল। একজন মারছে, অন্যজন হিল দিয়ে পা মাড়াচ্ছে। পুরো ব্যাপারটা খুবই শিশুসুলভ ছিল। এখন ওরা নিশ্চয়ই এসব মনে করে হাসে।’

সেই প্রসঙ্গ টেনেই সম্প্রতি প্রচার হওয়া অনুষ্ঠানে রাভিনা সরাসরি ফারাহ খানকে কটাক্ষ করে বলেন, ‘সব জায়গায় তুমি গিয়ে বলছো যে আমার আর কারিশমার মধ্যে ঝগড়া হচ্ছিল। কোন ঝগড়া হচ্ছিল বলো তো?’

এতে ফারাহ খান রসিকতা করে বলেন, ‘সত্যি ছিল ওসব।’

তবে ফারাহ যতই বলেন রাভিনা জোর দিয়ে জানান, তাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। তিনি বলেন, ‘আমি তো কিছু করিনি। আমি আমার কাজ করছিলাম। আর যে ড্যান্সার বন্ধুরা ছিল তাদের সঙ্গে বসে একটু-আধটু নন-ভেজ জোকস বলছিলাম।’




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন