ঢাকা | বঙ্গাব্দ

হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি’র, সংকটে কয়েকটি ফেডারেশন

  • আপলোড তারিখঃ 02-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 323500 জন
হামজাদের ম্যাচে অর্থ দাবি এনএসসি’র, সংকটে কয়েকটি ফেডারেশন ছবির ক্যাপশন: ১

অনলাইন;//

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচ নিয়ে বাফুফের অনেক পরিকল্পনা। টিকিট বিক্রি, টিভি রাইটস ও নানাভাবে এই ম্যাচ থেকে আয় করার চিন্তাভাবনা করছে ফেডারেশন। জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে গতকাল একটি চিঠি দিয়েছে, সেখানে বিভিন্ন খাত থেকে আয়ের সুনির্দিষ্ট অংশ জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদানের বিষয়টি আগেভাগেই স্মরণ করিয়ে দিয়েছে।

সিঙ্গাপুর ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা। বাফুফের দাবি, সাধারণ গ্যালারীর ১৮ হাজার ৩০০ টিকিটই অনলাইনে ছাড়া হয়েছে এবং সব টিকিটই বিক্রিত। ফলে এখান থেকেই ৭৩ লাখ ২০ হাজার টাকা আয় হওয়ার কথা ফেডারেশনের।

এ ছাড়া ভিআইপি, স্কাই লাউঞ্জ,ক্লাব হাউজ সহ আরো ক্যাটাগরিতে হাজার চারেক টিকিটে আরো অর্ধ কোটি টাকার বেশি পাওয়ার কথা ফেডারেশনের। জাতীয় ক্রীড়া পরিষদ টিকিট বিক্রি থেকে বাফুফের কাছে ১০ শতাংশ অর্থ প্রদানের নির্দেশনা দিয়েছে।

আন্তর্জাতিক ম্যাচের আয়ের অন্যতম উৎস টিভি রাইটস। বাফুফে এই ম্যাচের স্বত্ত্ব 'টি স্পোর্টসে'র কাছে বিক্রি করেছে। টিভি রাইটস কত টাকা বিক্রি করেছে এটা গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। টিভি রাইটস বিক্রির উপর এনএনসি ১৫ শতাংশ অর্থ চেয়েছে।

এ ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ এবার জাতীয় স্টেডিয়ামে ডিজিটাল বোর্ড বসিয়েছে। বাফুফে ম্যাচ চলাকালীন সাইডলাইনের পাশে ডিজিটাল বোর্ডে বিজ্ঞাপন প্রচার করতে পারবে। সেই বিজ্ঞাপনের উপর জাতীয় ক্রীড়া পরিষদ ৫০ শতাংশ অর্থ দাবি করেছে।




কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন