ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ইলেকট্রনিকস কারখানার উৎপাদন বন্ধ

  • আপলোড তারিখঃ 09-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 318787 জন
ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ইলেকট্রনিকস কারখানার উৎপাদন বন্ধ ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://


ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ ইলেকট্রনিক্স কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে ভলগা নদীর তীরবর্তী শুভাশিয়া অঞ্চলে এই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শুভাশিয়ার গভর্নর ওলেগ নিকোলায়েভ জানিয়েছেন, ইউক্রেন-রাশিয়া সীমান্ত থেকে প্রায় ১৩০০ কিলোমিটার গভীরে এই হামলা চালানো হয়। এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে’ শহরের ভিএনআইআইআর কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য ড্রোন হামলায় কোথাও মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

ইউক্রেনের সেনাবাহিনী সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করে, অন্তত দুটি ড্রোন ভিএনআইআইআর কারখানায় আঘাত হানে। প্রতিষ্ঠানটি অ্যাটাক ড্রোন, গাইডেড বোমা এবং উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবস্থার জন্য ব্যবহৃত ন্যাভিগেশন প্রযুক্তি তৈরি করে। হামলার ফলে সেখানে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে বলেও দাবি করেছে ইউক্রেন।

তবে রয়টার্স স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি সরাসরি স্বীকার না করলেও জানায়, শুভাশিয়ায় দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। সারাদেশে এক রাতেই মোট ৪৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। তবে ইউক্রেন ঠিক কতগুলো ড্রোন পাঠিয়েছে, সে বিষয়ে কোনও তথ্য দেয়নি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন