মো. রাসেল শেখ,
জেলা প্রতিনিধি নড়াইল থেকে://
নড়াইল, ১১ জুন:
নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ০৯ টার সময় উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন—আসিফ রেজা (২৭), পিতা: আক্তার মল্লিক, সাং: পাখিমারা মধ্যপাড়া, থানা: নড়াগাতী, জেলা: নড়াইল এবং রাসেল শরীফ (৩০), পিতা: মৃত নাসির শরীফ, সাং: শাসন (চুনখোলা), থানা: মোল্লাহাট, জেলা: বাগেরহাট অভিযানে নেতৃত্ব দেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক, এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম ও সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা তারা বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিল। এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা পুলিশ জানায় মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে।