ঢাকা | বঙ্গাব্দ

ফেনী সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 13-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 310616 জন
ফেনী সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

এমআই হৃদয়, ক্রাইম রিপোর্টার ://

ফেনী সদর উপজেলার শর্শদি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আবদুর রহিম রোমান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) দুপুরে শর্শদি ইউনিয়নের মধ্যম ফতেহপুর খন্দকার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোমান জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গনির ছেলে।

পুলিশ সূত্র জানায়, ৯৯৯ খবর পেয়ে পুলিশের একটি দল মধ্যম ফতেহপুর খন্দকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আবদুর রহিম রোমানকে গ্রেপ্তার করে। পরে তাকে তল্লাশি করে একটি পিস্তল জব্দ করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার রোমান মূলত মাদক কারবারের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে পাঁচটি মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন