ঢাকা | বঙ্গাব্দ

ফুটবল বিশ্বে প্রবাসী ও ন্যাচারালাইজড ফুটবলার বেশ স্বাভাবিক ঘটনা বাফুফের নারী উইংয়ের

  • আপলোড তারিখঃ 15-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 310972 জন
ফুটবল বিশ্বে প্রবাসী ও ন্যাচারালাইজড ফুটবলার বেশ স্বাভাবিক ঘটনা বাফুফের নারী উইংয়ের ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://

বাংলাদেশের ফুটবলের উন্মাদনা এখন তুঙ্গে। এ আলোচনার অন্যতম প্রধান অনুষঙ্গ ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি এবং কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সামিত সোম। এই দুই জনের বাংলাদেশ দলের অর্ন্তভুক্তি পুরো ফুটবল আবহ বদলে দিয়েছে।

২৮-৩০ জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ৪০ জনের বেশি প্রবাসী ফুটবলার ট্রায়ালে আসার কথা। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি দেখভাল করছেন। পুরুষ ফুটবলারদের পাশাপাশি ২-১ জন নারী প্রবাসী ফুটবলারের আশার কথা রয়েছে।

এ নিয়ে কিরণের মন্তব্য, 'এই বিষয়ে আলোচনা হচ্ছে। ফাহাদ ভাই মূলত বিষয়টি দেখছেন। একজন নারী ফুটবলার (আনিকা) নিয়ে একবার আলোচনা হয়েছিল। তবে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু জটিলতা থাকায় বিষয়টি এখনো এগোয়নি। জামাল ভূঁইয়া সেই ফুটবলারের ব্যাপারে বলেছিল।

আধুনিক ফুটবল বিশ্বে প্রবাসী ও ন্যাচারালাইজড ফুটবলার বেশ স্বাভাবিক ঘটনা। বাফুফের নারী উইংয়ের প্রধানও বিষটি স্বাভাবিকভাবেই দেখলেও তিনি স্থানীয়দের প্রাধান্য দিতে চান, 'প্রবাসী ফুটবলারদের দলে নেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই যদি ভালো হয়। তারাও বাংলাদেশি। তবে আমাদের ফোকাস অলওয়েজ লোকাল ফুটবলারে। আমি সব সময় আমার দেশকে ডেভলপ করতে চাই। ওরাও আমার দেশ কিন্তু ওরা যেহেতু এখানে থাকে না বাইরে থেকে ডেকে নিয়ে এসে সিজনাল (মৌসুমী) রেজাল্ট করতে.. যদি হয় ভালো তবে আমি আমার প্রডাক্টকে (স্থানীয় ফুটবলার) ডেভলপ করতে চাই।'

গত এক দশকে বাংলাদেশের ফুটবলের আলোকবর্তিকা ছিল নারী ফুটবলারদের হাতে। বয়স ভিত্তিক পর্যায়ে সাফে শিরোপা, টানা দুই বার অনূর্ধ্ব-১৬ পর্যায়ে এশিয়ার সেরা আটে খেলা, ২০২২ ও '২৪ সালে টানা দুই বার সাফ চ্যাম্পিয়নের কৃত্তিত্ব নারী ফুটবল দলের। সাফ চ্যাম্পিয়ন দলে জাপানি বংশোদ্ভুত সুমাইয়া মাতসুসিমা বাংলাদেশ দলে ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন