ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুর আদালতে সালমান-আনিসুল-কামরুল-মামুন, নতুন মামলায় গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ 22-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 257529 জন
গাজীপুর আদালতে সালমান-আনিসুল-কামরুল-মামুন, নতুন মামলায় গ্রেপ্তার ছবির ক্যাপশন: ১

তাজুলইসলাম ://

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং  সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে আনা হয়েছে।

 রবিবার সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ এ তাদের হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালতের বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয়জন নিহত হন। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।এসব মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম থাকায় তাদের কারাগার থেকে পুলিশের প্রিজনভ্যান যোগে কড়া নিরাপত্তার মাধ্যমে গাজীপুরের আদালতে হাজির করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, সকালে তাদের কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের সকাল ১০টায় বিচারকের কাছে হাজির করা হলে গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালতের শুনানি শেষে আসামিদের ফের পুলিশের নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ