ঢাকা | বঙ্গাব্দ

ফাতিমা সানা শেখ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত

  • আপলোড তারিখঃ 24-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 292176 জন
ফাতিমা সানা শেখ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত ছবির ক্যাপশন: ১

অনলাইনখবর://


ফাতিমা সানা শেখ, ‘দঙ্গল’ সিনেমা দিয়ে যাকে চিনেছিল বলিউড। বর্তমানে ‘মেট্রো ইন ডিনো’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে শুটিং সেটে যৌন নির্যাতন, কাস্টিং কাউচ এবং অন্যান্য নিয়ে কথা বলেছেন।

‘দঙ্গল’ অভিনেত্রী বলেন, ‘মি টু আন্দোলনের পর একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে বলি ইন্ডাস্ট্রিতে। মানুষ এখন এই বিষয়টিতে ভীত বোধ করেন। তবে ইন্ডাস্ট্রিকে আরও অনেক দূর যেতে হবে।


ফাতিমা সবসময় খোলাখুলিভাবে কথা বলতে পছন্দ করেন। এ ব্যাপারেও ব্যতিক্রম নন। তিনি বলেন, ‘প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এটি (যৌন নির্যাতন) বিদ্যমান। তবে এখন অভিযোগ আগের চেয়ে বেশি গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। আপনি কারো সাথে কাজ করছেন, আপনি সিনেমার জন্য ঘনিষ্ঠ হয়ে উঠছেন কিন্তু তারপর আপনি বুঝতে পারেন না, সম্পর্কগুলো কীভাবে কাজ করে। এরপর আছে ক্ষমতার ব্যবহার।


নারীরা এখন জনসমক্ষে তাদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে পারেন, সেই পরিবর্তন সম্পর্কে বলতে গিয়ে ফাতিমা বলেন, ‘এটি একটি পুরুষশাসিত শিল্প। তবে, মি টু-এর পর নারীরা এ বিষয়ে কথা বলতে পারেন। আপনি কেন একজন অভিনেতার সঙ্গে এমন করলেন, আপনাকে সেই জবাবদিহি করতে হবে।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে ফাতিমা জানান যে, তিনি অস্বস্তিকর অবস্থার ভেতর দিয়ে গেছেন। তবে সেটে তিনি কখনও সরাসরি যৌন অসদাচরণের মুখোমুখি হননি।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন