ঢাকা | বঙ্গাব্দ

থানচি বিজিবি চেক পোস্টে ট্রাকের ধাক্কা, আহত ৩ বিজিবি সদস্য।

  • আপলোড তারিখঃ 05-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 268804 জন
থানচি বিজিবি চেক পোস্টে ট্রাকের ধাক্কা, আহত ৩ বিজিবি সদস্য। ছবির ক্যাপশন: ১



বান্দরবান প্রতিনিধি://


বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি নিজস্ব ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি'র ডিউটি চেক পোস্টে ধাক্কা দিলে চালক সহ ৩ জন বিজিবি সদস্য আহত হন। আহতরা হলেন মোঃ হাবিব, মোঃ রবিউল হক ও নায়েক মোঃ মাহবুব হাসান।


শুক্রবার (৪ জুন) দুপুর ১২ টায় থানচি উপজেলা বাজার সংলগ্ন বিজিবি ডিউটি পোস্টে এই দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, থানচি উপজেলা বিজিবি ক্যাম্প থেকে নেমে আসার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্পের প্রবেশ মুখে স্থাপিত চেক পোস্টে বেশ জোরে ধাক্কা দেয়। এতে গাড়ির চালক ও তাঁর পাশে থাকা ২ জন বিজিবি সদস্য গুরুতর আহত হন।


পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করেন এবং বিজিবি'র সহায়তায় আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার জানান, আজ দুপুরে বিজিবি'র একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চেক পোস্টে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন জানিয়ে ওসি আরো বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিজিবি সদস্যদের বায়তুল ইজ্জত হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান থানচি থানা পুলিশের এই কর্মকর্তা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন