ঢাকা | বঙ্গাব্দ

অন্তবর্তী কালীন উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণ করবেন রাত নয়টায়

  • আপলোড তারিখঃ 08-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 645536 জন
অন্তবর্তী কালীন উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণ করবেন রাত নয়টায় ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর সম্ভাব্য ১৬ উপদেষ্টর একটি তালিকা পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তারা হলেন হলেন—সালেহ উদ্দিন আহমেদ. ড. আসিফ নজরুল


৩. আদিলুর রহমান খান


৪. হাসান আরিফ


৫. তৌহিদ হোসেন


৬. সৈয়দা রেজওয়ানা হাসান


৭. মো. নাহিদ ইসলাম


৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া


৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন


১০. সুপ্রদিপ চাকমা


১১. ফরিদা আখতার


১২. বিধান রঞ্জন রায়


১৩. আ.ফ.ম খালিদ হাসান


১৪. নুরজাহান বেগম


১৫. শারমিন মুরশিদ


১৬. ফারুক–ই–আজম।আজ রাত ৯টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরেন ড. ইউনূস। তাকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, অন্য দুই বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, সুশীল সমাজের প্রতিনিধিরা।


অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। 


ঢাকায় ফিরে প্রথম বক্তৃতায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যেন না হয়। দেশবাসী যদি আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না।


তিনি বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন