ঢাকা | বঙ্গাব্দ

আড়াইহাজারে খাককান্দা ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন

  • আপলোড তারিখঃ 21-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 245738 জন
আড়াইহাজারে খাককান্দা ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন: সম্মিলিত ছবি

রিপোর্টার: মতিউল ইসলাম হৃদয়//

নারায়ণগঞ্জে আড়াইহাজার থানা চালকদলের আঞ্চলিক কার্যালয়ে গত ১৯ (শনিবার) ২০২৫ জনাব, শওকত আলী, আহ্বায়ক ও মনোয়ার হোসেন মন্নান, সদস্য সচিব এর উপস্থিতি ও তাদের স্বাক্ষরিত ১৭ (সতের) সদস্য বিশিষ্ট খাককান্দা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে দলেন বিভিন্ন পর্যায়ের নেতাগণ চালক দলের কার্যক্রম অত্র বৃদ্ধি ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। এছাড়াও  চালকদের সকল ধরনের সুযোগ-সুবিধা ও সমস্যা সমাধানের বিভিন্ন মতামত গ্রহণ করেন। 

কমিটি অনুমোদনের সংযুক্তি কপি:





কমেন্ট বক্স
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন