ঢাকা | বঙ্গাব্দ

শ্রীনগরে কৃষকদের সাথে ভয়াবহ প্রতারণার ফাঁদের থাবা, নর্থসাউথ স্কয়ার গ্রুপ এর জালিয়াতি অভিযোগ

  • আপলোড তারিখঃ 23-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 200819 জন
শ্রীনগরে কৃষকদের সাথে  ভয়াবহ প্রতারণার ফাঁদের থাবা, নর্থসাউথ স্কয়ার গ্রুপ এর জালিয়াতি অভিযোগ ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক ://


আবাসন শব্দটিকে এখন আর নিচিন্তের স্বপ্নের ঠিকানা নয়। এটা এখন স্বপ্নভঙ্গের একটি নাম। আবাসন খাতকে করে তুলেছে,  প্রতারণার ফাঁদ। সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এমনি একটি আর সন্দেহর নাম


নর্থ সাউথ গ্রুপ নামের প্রকল্প। এই গ্রুপের নামে আছে বিভিন্ন অভিযোগ। জমি বিক্রি করেছে সংশ্লিষ্ট দপ্তরকে বৃথা আঙ্গুল দেখিয়ে। কৃষকের জমি নামমাত্র কিনে জোরপূর্বক দখল করে চটকদার বিজ্ঞাপন কিন্তু নেই কোন বৈধতা।


জানা যায়, ফেসবুক লাইভ, পোস্টার, বিলবোর্ডের আর নারীদের আকর্ষণীয় ভাবে সাজিয়ে ক্রেতা পটানো একক আবাসন মেলা দিয়ে আকর্ষণীয় অফার করে আকৃষ্ট করা হচ্ছে।


 বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা রিয়াল এসেট উন্নয়ন এবং  ব্যবস্থাপনা আইন এবং  প্রকৃতিক জলাধর সংরক্ষণ আইন বহির্ভূত কার্যক্রম বন্ধ করতে নর্থ সাউথ গ্রুপকে চিঠি দিয়েছেন সাম্প্রতিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।


অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা উদ্যোক্তা প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপের আকর্ষণ প্রকল্প পূর্বাচল নর্থ সাউথ গ্রীন সিটি। রাজউকের কোন ধরনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিশদ অঞ্চল পরিকল্পনাতে (২০১৬-২০৩৬) চিহ্নিত মুখ্য জলস্রোত এলাকা জলাশয় ও কৃষি জমিতে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তাদের বিভিন্ন প্রকল্পের সাইটগুলিতে।


এটি প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর ধারা ৫, ৬ এবং রিয়েল এসেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৫,১৯,২০ এবং বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়নবিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) এর বিধি ১৬/ ৩ এর পরিপন্থী কার্যক্রম।


এই দিকে মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নে নামমাত্র জায়গা কিনে গ্রাহকের টাকা নিয়ে নয় ছয় দিশেহারা প্রবাসী এবং  ভুক্তভোগীরা ১২১১/১২৬৪ ফাইল নম্বরএর টাকা গত এক বছর যাবত দেই দিচ্ছি করে দিচ্ছে না। প্রতিকারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগীরা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ