ঢাকা | বঙ্গাব্দ

উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন বিএনপি মহাসচিব

  • আপলোড তারিখঃ 24-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 240194 জন
উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন বিএনপি মহাসচিব ছবির ক্যাপশন: ১



নিজস্ব প্রতিবেদক-

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে তিনি উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকায় অবস্থিত একটি পারিবারিক কবরস্থানে যান, যেখানে এক পরিবারের তিন শিক্ষার্থী- আরিয়ান, হুমায়ূরা ও বাপ্পি চিরনিদ্রায় শায়িত আছেন।


বিএনপি মহাসচিব কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা জানান। একই সময় তিনি আরও দুই শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরও জিয়ারত করেন।


সন্তপ্ত এই মুহূর্তে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


বিমান দুর্ঘটনায় ভবিষ্যৎ প্রজন্ম হারানোর এই বেদনাদায়ক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি।


 


মোঃ জাকির হোসেন 

বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২৫।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন