মোঃ শরিফুল হক://
ডেমরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নন্দিত টিভির ডেমরা ও যাত্রাবাড়ী প্রতিনিধি মোহাম্মদ কামরুল হাসান পলাশ। তিনি এর আগে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ডেমরা প্রেসক্লাব সুত্রে জানা যায় ২ই আগস্ট শনিবার বিকাল ৪ ঘটিকায় কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ এর পদ স্থগিত রাখা হয়। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী শূন্য পদে দায়িত্ব পালনের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান পলাশকে যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
একই সভায় ২০ শে অক্টোবর ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি হিসেবে কামরুল হাসান পলাশ ও সেক্রেটারি হিসেবে ডেমরা প্রেসক্লাবের সেক্রেটারি এ আর হানিফকে দায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম চৌধুরী জানান কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ কামরুল হাসান পলাশ দীর্ঘদিন দরে সাংবাদিকতায় পেশায় যুক্ত আছেন। এর আগে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলা বিভাগে ও দৈনিক মাতৃ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।।