ঢাকা | বঙ্গাব্দ

চকরিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ, আসামী গ্রেফতার

  • আপলোড তারিখঃ 23-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 175736 জন
চকরিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ, আসামী গ্রেফতার ছবির ক্যাপশন: ১



মোহাম্মদ জুবাইর রাফি// কক্সবাজার প্রতিনিধি। 

কক্সবাজারের চকরিয়া পৌরসভা সবুজবাগ এলাকায় বিয়ের কথা বলে এক নারীকে ধর্ষণ করে আরিফ উল্লাহ (৩৫) নামে এক যুবক। পরে মা-সহ ওই নারীকে পিটিয়ে জখম, নগদ দেড় লাখ টাকা, স্বাক্ষরযুক্ত খালি চেক ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।


এ ঘটনায় মামলার পর আরিফ উল্লাহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভরামুহুরি উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আরিফ পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ড ফজুমিয়াজিচর এলাকার আমির উদ্দিনের ছেলে। চকরিয়া পৌর শহরের মসজিদ মার্কেটে তার একটি সুতার দোকান আছে বলে জানা গেছে।


জানা যায়, চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার ভুক্তভোগী নারী (২৮) গত ২১ সেপ্টেম্বর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করেন, আরিফ উল্লাহ দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে প্রতারণা করে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে প্রতিশ্রুত বিয়ের কথা বলে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে আরিফ তার ২-৩ জন সহযোগীদের নিয়ে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে মা-মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে আলমারি ভেঙে নগদ দেড় লাখ টাকা, স্বাক্ষরযুক্ত দুটো চেক, ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের দুটো চেক বই, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।


চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আরিফকে গ্রেফতার করা হয়েছে। অন্য সহযোগীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন