মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি জেলা প্রতিনিধি:-
রাঙ্গামাটির লংগদু উপজেলায় ওলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের মাধ্যমে গঠিত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন উপজেলা কমিটি। নবগঠিত এই কমিটি পাহাড়ের বুকে ইসলামের খেদমতে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে জমকালো আয়োজনে গঠিত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ, লংগদু উপজেলা শাখা। শনিবার (তারিখ ও সাল আপনি বসিয়ে নিতে পারেন) সকাল ১০টায় উপজেলার মাইনীমুখ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কমিটি গঠন উপলক্ষে ওলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। নবগঠিত এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে লংগদুতে সংগঠনটির আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রমের সূচনা হলো।
সম্মেলনের মূল আকর্ষণ ও বিশিষ্ট অতিথিবৃন্দ
সম্মেলন ও কাউন্সিল অধিবেশনটি এলাকার আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। সম্মেলনের আয়োজক মাওলানা আমিনুর রশিদ সাহেবর সভাপতিত্বে এবং মাওলানা জুবাইদু্ল হাসান সাহেবর মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেফাজতে ইসলাম রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেম সাহেব।
উক্ত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ আব্দুল মতিন। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা ইউনুছ আল হাবিবী, মাওলানা মাজহারুল ইসলাম, এবং মাওলানা হাফেজ রহমাতুল্লাহ। বক্তারা লংগদুতে ইসলামী তাহজীব-তামাদ্দুন এবং আলেম সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
পরামর্শভিত্তিক কমিটি গঠন: নতুন নেতৃত্বে প্রত্যাশা
সম্মেলন শেষে উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, লংগদু উপজেলা শাখার উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে উপজেলা পর্যায়ে ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।
অভিজ্ঞ আলেমদের সমন্বয়ে শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মাওলানা আমিনুর রশিদ (সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, লংগদু উপজেলা শাখা)।
উপদেষ্টাবৃন্দ: মাওলানা ইউনুছ আল হাবিবী, হাফেজ আব্দুল মতিন, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আবদুল মান্নান।
নবগঠিত নির্বাহী কমিটিতে তরুণ ও উদ্যমী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সভাপতি: মাওলানা ওবায়দুল্লাহ আহরার
সাধারণ সম্পাদক: মাওলানা মোহাম্মদ আলী
সাংগঠনিক সম্পাদক: মোঃ খালেদ সাইফুল্লাহ
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ লংগদু উপজেলাকে ইসলামী মূল্যবোধ ও সামাজিক ঐক্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
লংগদুতে হেফাজতে ইসলামের উপজেলা শাখা গঠন নিঃসন্দেহে এই অঞ্চলের আলেম সমাজের সাংগঠনিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন দেখার পালা, নবনির্বাচিত এই নেতৃত্ব কিভাবে তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান এবং এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে কতটা ভূমিকা রাখতে সক্ষমl