মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-
চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহের সময় “এখন টেলিভিশন”-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটিতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক সভাপতি এস. এম. সামশুল আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিন, সহ-সভাপতি হেফাজত সবুজ, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ ও রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ‘এখন টেলিভিশনের’ দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনাও ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।