মোঃ কামরুল ইসলাম, , রাঙ্গামাটি
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)–এর সভানেত্রী আফরোজা হেলেন ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের রাঙ্গামাটিতে আগমন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের পলওয়েল পার্কে এই আয়োজন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। সভাপতিত্ব করেন পুনাক রাঙামাটির সভানেত্রী উরুবান আতরাবা তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে আফরোজা হেলেন বলেন, পুনাক সমাজসেবা, মানবিক উদ্যোগ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি পুলিশ পরিবারের ঐক্য ও সম্প্রীতির প্রতীক।সভাপতির বক্তব্যে উরুবান আতরাবা তামান্না বলেন, “সাংস্কৃতিক চর্চা মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনকে দৃঢ় করে। পুনাক রাঙ্গামাটি সমাজকল্যাণ ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিকতার বিকাশে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনায় পুনাক সদস্যরা তাঁদের প্রতিভা উপস্থাপন করেন। উপস্থিত দর্শক ও অতিথিরা মনোমুগ্ধকর এসব পরিবেশনা উপভোগ করেন।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুনাক সদস্যবৃন্দ, পুলিশ সদস্যদের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।