ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে দীপেন দেওয়ানকে দিনমজুর সমিতির ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ 17-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19082 জন
রাঙামাটিতে দীপেন দেওয়ানকে দিনমজুর সমিতির ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন: ১


রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি–২৯৯ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় কেন্দ্রীয় বিএনপির সহ–ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাঙামাটি দিনমজুর বহুমুখী সমবায় সমিতি।

আজ  ১৭ই নভেম্বর সমিতির নেতারা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের হাতে ফুলের তোড়া তুলে দেন। এ সময় সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাকি, সাবেক সভাপতি ইসমাইল মাঝি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন সমিতির সদস্য বাবুল, মো. বাদল মিয়া, মো. রাসেদ মিয়া, শাহ আলমসহ অন্যান্য সদস্যরা। সমিতির নেতারা জানান, রাঙামাটির সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অ্যাডভোকেট দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পাওয়ায় তাঁরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

অ্যাডভোকেট দীপেন দেওয়ানও সমিতির নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাঙামাটির উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার জন্য সবাইকে নিয়ে কাজ করতে চান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙ্গামাটিতে নবাগত পুলিশ সুপারের বিশেষ কল্যাণ সভা: পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশ