ঢাকা | বঙ্গাব্দ

শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গনমিছিল

  • আপলোড তারিখঃ 06-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 35224 জন
শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গনমিছিল ছবির ক্যাপশন: ১

মোঃ নজরুল ইসলাম

নসিংদী জেলা শিবপুর উপজেলা ইটাখোলা চৌরাস্তা মোড়ে জামায়াতে ইসলামীর গনমিছিল করা হয়েছে। 

 

  তারিখ:৫-১২-২০২৫ইংরেজী।রোজ: শুক্রবার সময়: বিকাল ৩:০০টা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শিবপুর উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা চৌরাস্তা মোড়ে গনমিছিল করা হয়।গন মিছিলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য করেন। বক্তারা বলেন শিবপুর উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায়,সৎ,যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব অপরিহার্য ''সবকিছু বিবেক বিবেচনা করে জন নেতা মোস্তাফিজুর রহমান (কাওছার) সাহেব কে নরসিংদী ৩ শিবপুর আসনে দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন