ঢাকা | বঙ্গাব্দ

খুলনার ফুলতলায় ৬ অবৈধ ইটভাটায় ১৯ লক্ষ টাকা জরিমানা কিলন ও কাঁচা ইট ধ্বংস

  • আপলোড তারিখঃ 13-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 29162 জন
খুলনার ফুলতলায় ৬ অবৈধ ইটভাটায় ১৯ লক্ষ টাকা জরিমানা   কিলন ও কাঁচা ইট ধ্বংস ছবির ক্যাপশন: ১



আব্দুল কাইয়ুম খান


গত ১১ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় ও জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে  ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ এর নেতৃত্বে বিভিন্ন রকম দন্ড প্রদান করা হয়।এর  মধ্যে মেসাস হোসেন ব্রিকসকে ৪ লক্ষ টাকা জরিমানা ,বেষ্ট ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা ও ভেকু মেশিন দিয়ে ইটভাটা ২ টির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এছাড়া উক্ত স্থানে আর ইটভাটা পরিচালনা করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে । উক্ত ভ্রাম্যমান আদালত একই উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে খান জাহান আলী ব্রিকসকে ১ লক্ষ টাকা , সুপার ব্রিকসকে ৪  লক্ষ  টাকা ও ইউনাইটেড ব্রিকসকে ৪ লক্ষ টাকা , নিউ সুপার ব্রিকস -২ কে ৪ লক্ষ টাকা সহ ৬টি  ইটভাটায় ১৯ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। এছাড়া উক্ত আদালতের মাধ্যমে খান জাহান আলী ব্রিকসের কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়, সুপার ব্রিকস ও ইউনাইটেড ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও কাচাইট নষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আসিফ আলম । এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ ও পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রাজিব কুমার বাইন সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ  উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় ছিলেন র‍্যাব -৬ , খুলনা জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপি সদস্যরা । বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন