স্টাফ রিপোর্টার: বিএনপি দলের পক্ষ থেকে একটি ঘোষণা পত্রের মাধ্যমে জানানো হয় যে, উক্ত দলের নাম ব্যবহার করে কেউ যদি কোথাও দলীয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করে তাবে তার দায়ভার দল বহন করবে না এবং প্রমাণ ও অভিযোগ সাপেক্ষে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র যুগ্ম আহ্ববায়ক ও সাবেক ঢাকা ৫ আসনের সংসদ সদস্য প্রদপ্রার্থী, আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, যাত্রাবাড়ী আমার নির্বাচনী এলাকা অত্যান্ত অপরাধ প্রবন হওয়ায় প্রতিনিয়ত চুরি-ছিনতাই-ডাকাতিসহ চাঁদাবাজি হয়ে থাকে। যা প্রতিরোধের জন্য স্থানীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। তাছাড়াও তিনি অপরাধ সম্পর্কে সরাসরি সেনাবাহীনিকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।